অ্যান্টি ভাইরাস বিক্রির নামে প্রতারণা, বাইপাসের ধারে কল সেন্টারে

Bangla Editor | News18 Bangla | 09:03:54 PM IST Dec 01, 2018

ফের কলকাতায় বসে আন্তর্জাতিক স্তরে প্রতারণা। অ্যান্টি ভাইরাস ও সফটওয়্যার বিক্রির নামে চলত প্রতারণাচক্র। টার্গেট করা হত বিভিন্ন দেশের বয়স্ক নাগরিক ও ব্যবসায়ীদের। রীতিমতো ভুয়ো কল সেন্টার খুলে চালানো হত চক্র। ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার চক্রের ৪ চাঁই।

লেটেস্ট ভিডিও