Ukraine crisis : কিছুতেই কমছে না গোলাবর্ষণ, একের পর এক মিসাইল হানা ইউক্রেনে!

Bangla Digital Desk | News18 Bangla | 09:33:23 PM IST Mar 02, 2022

একটানা লড়াইয়ের জেরে মৃত্যুর সংখ্যা বাড়ছে, অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে আহতের সংখ্যাও। ইউক্রেন এখন যুদ্ধ বিধ্বস্ত। সুন্দর ভাবে সাজামো দেশ এখন তছনছ হয়ে মৃত্যুপুরী। একই সঙ্গে মৃত্যু হয়েছে রুশ সেনারও। ক্রমেই সেই দেশের ভয়াবহতা বাড়ছে। তবুও গোলাবর্ষণ কমার কোনও লক্ষণ নেই।

লেটেস্ট ভিডিও