Taliban Work Out at Gym: প্রেসিডেন্টের প্রাসাদের জিমে শরীরচর্চা তালিবানদের, দেখুন ভাইরাল ভিডিও

Bangla Editor | News18 Bangla | 02:21:48 PM IST Aug 18, 2021

শুধু আগ্নেয়াস্ত্র হাতে যুদ্ধ নয়, তালিবানরা শরীর চর্চাও করে৷ এবার আফগানিস্তানের প্রেসিডেন্টের প্রাসাদের জিমে তালিবানদের শরীর চর্চার ভিডিও সামনে এলো৷ ইতিমধ্যেই আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ গনি দেশ ছেড়ে পালিয়েছেন৷ তাঁর প্রাসাদেরও দখল নিয়ে নিয়েছে তালিবানরা৷ দু' দিন আগেই কাবুলের একটি বিনোদন পার্কে তালিবানদের ফান রাইড উপভোগ করার ভিডিও সামনে এসেছিল৷ আসলে গোটা আফগানিস্তান এখন তাদের দখলে৷ ফলে তালিবানরা যা চাইছে, তাই করছে৷

লেটেস্ট ভিডিও