Afghanistan Crisis : কাবুল বিমানবন্দরে হুড়োহুড়িতে মৃত্যু ৭ আফগানের, দাবি ব্রিটিশ আর্মির

Bangla Editor | News18 Bangla | 09:22:46 PM IST Aug 22, 2021

কাবুল বিমানবন্দরে হুড়োহুড়িতে মৃত্যু ৭ আফগানের, দাবি ব্রিটিশ আর্মির। বিমানবন্দরের বাইরের ছবি আরও ভয়ঙ্কর। সেখানে দেখা যাচ্ছে Taliban-রা বেত মারছে আফগানদের। দেখুন সেই ছবি। কাবুল বিমানবন্দরের বাইরেও হুড়োহড়ি মানুষের। সবাই যে কোনওভাবে দেশ ছেড়ে পালাতে চাইছেন। ভিটে, মাটি, সহায়-সম্বল সব ছেড়ে কোনোরকমে প্রাণ হাতে নিয়ে পালাতে চাইছে আফগানিস্তানের সাধারণ মানুষ। যেভাবেই হোক তালিবান শাসন থেকে মুক্ত হতে চাইছে আফগানরা। এদিন বিমানবন্দরের বাইরে অনেকে পদপিষ্ট হয়েছেন বলে খবর। প্রচণ্ড ভিড়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন বলেও জানিয়েছে ব্রিটিশ সেনা। বিমানবন্দরের বাইরে ভিড় সামলাতে তালিবান মারধর করেছে সাধারণ মানুষকে। সেই ছবিও সামনে এসেছে।

লেটেস্ট ভিডিও