'ঢাকের তালে' গানে ছোট্ট ইউভানকে নাচাচ্ছেন রাজ, শুভশ্রীর ক্যামেরাবন্দি ভিডিও নিমেষে ভাইরাল

Bangla Editor | News18 Bangla | 05:59:36 PM IST Sep 20, 2020

শনিবারই সম্ভবত ছোট্ট ইউভানকে সঙ্গে নিয়ে আরবানার ফ্ল্যাটে ফিরেছেন শুভশ্রী। তারপর রবিবার সকাল হতেই ফ্ল্যাটের জানলা থেকে ছেলেকে কলকাতা চেনালেন পরিচালক বাবা। হাওড়া ব্রিজ থেকে সুন্দরবন, কলকাতার দুর্গাপুজো-ছোট্ট 'শিম্বা'কে সবের বর্ণনা একে একে। গোল গোল চোখে সব শুনল ইউভান আর সেই দৃশ্য ক্যামেরাবন্দি করলেন রাজ-ঘরণী।

লেটেস্ট ভিডিও