দু'হাতে, মাথায় ধুনো নিয়ে পুজোর রীতি পালন, বর্ধমানে শুভশ্রীর ভিডিওয়ে কালী আরাধনা

Bangla Digital Desk | News18 Bangla | 04:06:39 PM IST Oct 25, 2022

#বর্ধমান: শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পৈত্রিক বাড়িতে মহা আয়োজনে কালীপুজো করা হয়। এবার প্রথম ইউভানকে সঙ্গে নিয়ে আলোর উৎসবে উপস্থিত হলেন শুভশ্রী এবং রাজ চক্রবর্তী। তাঁদের ছেলে ইউভান প্রথমবার তাঁর মামাবাড়ির কালীপুজো দেখল। আর তাই নিয়ে মহা উত্তেজনা গঙ্গোপাধ্যায় বাড়িতে। শুভশ্রী ধুনো জ্বালিয়ে পুজোর নিয়ম নীতি পালন করলেন। দেখুন সেই ভিডিও।

লেটেস্ট ভিডিও