Deepika Padukone Qatar Airways: বিশ্বের ১ নম্বর এয়ারলাইন্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডর এবার দীপিকা পাডুকোন

Bangla Digital Desk | News18 Bangla | 10:05:11 PM IST Mar 06, 2023

বিশ্বের ১ নম্বর এয়ারলাইন্সের অংশ দীপিকা পাডুকোন। বিশ্বের একনম্বর এয়ারলাইন্স Qatar Airways। স্কাইট্র্যাক্সের র‍্যাঙ্কিংয়ে বেশ কয়েক বছর ধরেই সেরার সেরা স্থানে কাতারের রাষ্ট্রায়ত্ত্ব বিমানসংস্থা। বিশ্বের ১৬৬-র বেশি শহরে বিমান পরিষেবা দেয় কাতার এয়ারওয়েজ। এর মধ্যে মাত্র একটি ডোমেস্টিক রুট এবং বাকি সব রুটই ৯০টি বিভিন্ন দেশের। কাতার এয়ারএয়েজের বিশ্বমানের ‘বিজনেস ক্লাস’ সব যাত্রীদেরই মন জয় করেছে। বিশেষ এই ‘কিউ স্যুইট’-এ যাত্রীদের জন্য রয়েছে নানা সুবিধা। খাবার থেকে শুরু করে বিমানের সিট, কমফোর্টই রয়েছে কাতার এয়ারওয়েজের বিমানেই। পাশাপাশি ইকনমি ক্লাসের টিকিট কাটলেও কোনও অসুবিধা নেই। এবার সেই Qatar Airways-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর অভিনেত্রী দীপিকা পাডুকোন।

লেটেস্ট ভিডিও