Pallavi Dey Death| সাগ্নিকের প্রাক্তন প্রেমিকাও আত্মঘাতী? শুধু সৌমি, পল্লবী? নাকি আরও অনেকে?

Bangla Digital Desk | News18 Bangla | 07:12:02 PM IST May 18, 2022

 গরফার গাঙ্গুলিপুকুরের ফ্ল্যাটে উদ্ধার হয় টেলি অভিনেত্রী পল্লবী দে-র (Pallavi Dey) ঝুলন্ত দেহ। ঘটনা নিয়ে চলছে তুমুল জলঘোলা। একের পরে এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এই ঘটনায়। খুনের অভিযোগে গ্রেফতার হয়েছে পল্লবীর বয়ফ্রেন্ড তথা লিভ ইন সঙ্গী সাগ্নিক চক্রবর্তী (Sagnik Chakraborty)। ‌শুধু পল্লবীই নয়। এর আগে ২০১৪ সালে সাগ্নিকের আরও এক প্রাক্তন সৌমীও নাকি আত্মঘাতী হয়েছিলেন। সৌমীর পরিবারের দাবি, এই সাগ্নিকের জন্যই তাঁদের মেয়ে আত্মঘাতী হয়েছিলেন। এই ঘটনায় সাগ্নিকের সঙ্গে নাম জড়িয়েছে ঐন্দ্রিলারও। সৌমীর মা জানাচ্ছেন, সাগ্নিক ঐন্দ্রিলাকে নিয়ে তাঁদের বাড়িতেও গিয়েছিলেন। আর সেই দিনই নাকি আত্মঘাতী হয়েছিলেন সৌমী।

লেটেস্ট ভিডিও