Tollywood Actress Pallavi De: হাওড়ার বাড়িতে ফিরল পল্লবীর নিথর দেহ, কান্নায় ভেঙে পড়েছেন মা, দেখুন Video

Bangla Digital Desk | News18 Bangla | 11:07:47 PM IST May 15, 2022

মৃতের পরিবারের দাবি, সাগ্নিক বিবাহিত৷ সে কথা লুকিয়ে রেখেছিল পল্লবীর কাছে৷ পল্লবীর পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয় যে, এমনকি ডিভোর্স না করেই পল্লবীর অন্য বান্ধবী সঙ্গে সম্পর্ক তৈরি হয় সাগ্নিকের৷ যা একেবারে মেনে নিতে পারেনি পল্লবী, বলছে পরিবার৷ তাদের আরও প্রশ্ন যে,ঘরে ঝুলন্ত দেহ দেখে কেন বুঝতে পারল না সাগ্নিক? পল্লবীকে এই অবস্থায় দেখে কোনও পদক্ষেপ না নিয়ে কেন আগে তার পরিবারকে ফোন করে সাগ্নিক, সে অভিযোগও উঠছে৷ জানা গিয়েছে যে, বর্তমানে পলবীর বান্ধবী ঐন্দ্রিলা সঙ্গে সম্পর্ক হয় সাগ্নিকের৷ এই নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয় বলে জল্পনা৷ সাগ্নিকের সঙ্গে একাধিক মহিলার সম্পর্ক মেনে নিতে পারেননি পল্লবী, দাবি তাঁর পরিবারের৷

লেটেস্ট ভিডিও