Katrina Kaif-Vicky Kaushal Wedding: মির্জাপুরের পুত্রবধূ হতে চলেছেন ক্যাটরিনা কাইফ ! বরণডালা সাজাচ্ছেন গ্রামবাসীরা !

Bangla Digital Desk | News18 Bangla | 01:14:30 AM IST Dec 09, 2021

রাজস্থানে এত আলোর রোশনাই থাকলেও ভিকির(Katrina Kaif-Vicky Kaushal Wedding) পৈতৃক বাড়িতে নেই কোনও শোরগোল। না সেখানে আলো জ্বলছে না, যদিও এই বাড়িরই ছেলে ভিকি কৌশল। হোশিয়ারপুরের মির্জাপুর গ্রামে থাকতেন ভিকি কৌশলের বাবা শ্যাম কৌশল। এই গ্রাম থেকেই ইংলিশে গ্র্যাজুয়েশন করেন তিনি। তারপর চলে যান মুম্বই। সেখানেই জন্ম হয় ভিকি কৌশলের। কিন্তু এই গ্রামের বাড়িতে রয়ে যান ভিকির নিজের কাকা রাজেশ কৌশল ও তাঁর পরিবার। নতুন বউকে নিয়ে প্রথমে এখানেই যাবেন ভিকি কৌশল! আনন্দে বরণডালা সাজাচ্ছে মির্জাপুরের গ্রামবাসীরা ! দেখুন ভিডিও

লেটেস্ট ভিডিও