Kareena Kapoor Khan In Siliguri: শিলিগুড়িতে শ্যুটিংয়ে করিনা, সঙ্গী তৈমুর, দেখুন ভিডিও--

Bangla Digital Desk | News18 Bangla | 12:00:40 AM IST May 11, 2022

 নতুন ওয়েব সিরিজের শ্যুটিংয়ে বাংলায় এলেন অভিনেত্রী করিনা কাপুর খান। শ্যুটিং হবে পাহাড়ে। তবে করিনা একা নন। অভিনেত্রীর সঙ্গে এসেছেন তাঁর ছোট ছেলে জেহ আলি খানও। পাহাড়েই হবে এই ওয়েব সিরিজের শ্যুটিং। ৮ দিনের শ্যুটিংয়ে আজই শিলিগুড়ি পৌঁছলেন বলিউড ডিভা। পরিচালক সুজয় ঘোষের নতুন ওয়েব সিরিজের নাম 'ডিভোশন'-এ অভিনয় করছেন করিনা। কাল থেকেই শ্যুটিং শুরু হচ্ছে পাহাড়ে। প্রথম পর্যায়ের শ্যুটিং চলছে কালিম্পংয়ের লাভায়। পরে শৈলশহর দার্জিলিংয়েও ওয়েব সিরিজটির শ্যুটিং হবে বলে জানা যাচ্ছে। বাগডোগরা বিমানবন্দর থেকে সড়ক পথে যান লাভায়।

লেটেস্ট ভিডিও