Video: বসন্তোৎসবের মঞ্চে পারফর্ম করলেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়

Amrit Halder | News18 Bangla | 08:51:43 PM IST Mar 16, 2019

এই শহুরে জীবনেও বসন্ত ঋতু মনে করিয়ে দেয় সেই সব কাহিনি ৷ প্রকৃতির অপরূপ শোভার সঙ্গে মিলে-মিশে যায় কৃষ্ণলীলা ৷ আর সেই কৃষ্ণলীলায় মাতলেন বিশিষ্ট নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় ৷ নাচের মাধ্যমে নিয়ে এলেন বসন্তের সুবাস ৷ আজ শনিবার সল্টলেকের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে ছিল ডোনা গঙ্গোপাধ্যায় এবং দীক্ষা মঞ্জরীর পরিচালনায় বসন্তোৎসব ৷ আর সেখানেই রাধার বেশে ধরা দিলেন সৌরভ-ঘরণী ৷ নৃত্যের মাধ্যমে রাধা-কৃষ্ণের দোলকে দর্শকদের সামনে তুলে ধরেন তিনি ৷ এ বছর একটু আগেই বসন্তোৎসবের আমেজটা উঠে এল তাঁর হাত ধরে ৷ তাঁর কথায়-‘‘প্রতি বছর আমরা শনি ও রবিবার দেখেই বসন্তোৎসব করে থাকি ৷ তবে, এ বার দোলটা সপ্তাহের মাঝামাঝি ৷ তাই একটু আগে থেকেই আমরা বসন্তকে আহ্বান জানালাম ৷’’

লেটেস্ট ভিডিও