মাঝ রাস্তায় অজয় দেবগনের গাড়ি আটকে কৃষকদের হয়ে প্রশ্ন যুবকের ! দেখুন ভিডিও

Bangla Editor | News18 Bangla | 08:32:43 PM IST Mar 02, 2021

মঙ্গলবার সকালে এক সর্দারজি গাড়ি আটকে দেন অজয় দেবগনের। সেই সর্দারজির বয়স বেশি নয়। সকালে অজয় তাঁর ছবির শ্যুটিংয়ের জন্য যাচ্ছিলেন গোরেগাওয়ের ফিল্ম সিটিতে। ঠিক তার আগেই অজয়ের গাড়ি আটকে দেন এক যুবক। সে পঞ্জাবের ছেলে। তাঁর পরিবার কৃষক আন্দোলনে সামিল। সে নিজে গাড়ি চালায় মুম্বইতে। ওই যুবকের নাম রাজদ্বীপ সিং। সে অজয়ের গাড়ি আটকে প্রশ্ন করতে থাকে।

লেটেস্ট ভিডিও