corona virus btn
corona virus btn
Loading

মুর্শিদাবাদের নওদায় পার্টি অফিসে ঢুকে খুন তৃণমূল নেতা

Bangla Editor | News18 Bangla | 02:49:02 PM IST Sep 10, 2019

মুর্শিদাবাদের নওদায় খুন তৃণমূল নেতা। পার্টি অফিসে ঢুকে খুন করা হয় নওদার বালি এক নম্বর পঞ্চায়েতের সদস‍্য নিমাই মণ্ডলকে। সেসময় পার্টি অফিসে দলীয় কর্মীদের সঙ্গে বসেছিলেন তিনি। প্রথমে বোমা ফাটায় বেশ কয়েকজন দুষ্কৃতী। অন্য কর্মীরা ছোটাছুটি শুরু করলে নিমাই মণ্ডলকে লক্ষ্য করে চার-পাঁচটি গুলি ছোড়া হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই নিমাই মণ্ডলকে মৃত বলে ঘোষণা করা হয়। তৃণমূলের গুলিবিদ্ধ আরেক পঞ্চায়েত সদস‍্য ইসরায়েল শেখকে মুর্শিদাবাদ মেডিক‍্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, মাস ছয়েক আগে ওই এলাকায় সনাতন মণ্ডল নামে একজন খুন হন। তারই পাল্টা হিসেবে এই খুন বলেই দাবি স্থানীয়দের। পরিবারের অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অবশ‍্য দাবি, কংগ্রেস, সিপিএম, বিজেপি জোট বেঁধে এই হামলা চালিয়েছে। নওদা থানায় ৬ জন বিরোধী সমর্থকের নামে অভিযোগ করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

লেটেস্ট ভিডিও