CCTV: দেখুন কীভাবে দোকানের সামনে রাখা সাইকেল নিয়ে চম্পট দিল এক যুবক !

Bangla Editor | News18 Bangla | 11:06:05 PM IST Mar 09, 2020

#কলকাতা: দিনে দুপুরে দোকানের বাইরে থেকে সাইকেল চুরি ! বেশ কয়েক দিন ধরে গ্রামীণ হাওড়ায় পর পর চুরির ঘটনায় তটস্থ এলাকার বাসিন্দা থেকে পুলিশ ৷ সব চুরির ঘটনাই বন্দি হয়েছে সিসিটিভি-তে ৷ এখনও কোনও ঘটনার কিনারা করতে পারেনি পুলিশ ৷ এরই মধ্যে উলুবেড়িয়ার কলেজ মোড়ের সামনে একটি দোকান থেকে সাইকেল চুরির ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, কি ভাবে দিনের আলোতেও ঘুরে বেড়াচ্ছে দুষ্কৃতীরা ৷ উলুবেড়িয়ার লতিবপুরের বাসিন্দা মৌসুমী খাঁড়ার অভিযোগ, গতকাল, রবিবার তিনি দোকানের বাইরে সাইকেল রেখে জিনিস কিনছিলেন ৷ হঠাৎ করে দোকানের সিসিটিভি-তে দেখতে পান একজন যুবক তাঁর সাইকেল নিয়ে চম্পট দিয়েছে | সঙ্গে সঙ্গেই তার পিছু নিলেও নিমেষেই সেই চোর সাইকেল নিয়ে গা ঢাকা দেয় ৷

Debashish Chakraborty

লেটেস্ট ভিডিও