#Coronavirus৷ করোনা আতঙ্কে ছড়াচ্ছে গুজব, বেশি করে চাল- ডাল কিনতে ভিড় বাজারে

Bangla Editor | News18 Bangla | 04:53:04 PM IST Mar 20, 2020

#কলকাতা: করোনা আতঙ্কের জেরে ছড়াচ্ছে বাজার বন্ধ হওয়ার গুজব৷ আর তার জেরেই কলকাতার বিভিন্ন বাজারে ভিড় জমাচ্ছেন ক্রেতারা৷ অনেকেই চাল, ডাল, আলু, পেঁয়াজের মতো নিত্য প্রয়োজনীয় জিনিস বাড়িতে মজুত করার জন্য বেশি করে কিনে রাখছেন৷ ইতিমধ্যেই এই গুজবের জেরে চাল, আলুর মতো বিভিন্ন জিনিসের দাম বেশি কিছুটা বেড়ে গিয়েছে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য এ দিনও জানিয়েছেন, কেউ যদি পরিস্থিতির সুযোগ নিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিস নিয়ে কালোবাজারি করে, তার বিরুদ্ধ ব্যবস্থা নেবে সরকার৷

লেটেস্ট ভিডিও