ইডেনে হোক কোয়ারেন্টাইন সেন্টার, প্রস্তাব সৌরভের, দেখুন

Bangla Editor | News18 Bangla | 07:08:47 PM IST Mar 26, 2020

কোয়ারেন্টাইনের বন্দোবস্ত গড়ে তুলতে ইডেন গার্ডেন্স খুলে দেওয়ার প্রস্তাব দিলেন ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে কোয়ারেন্টিন কেন্দ্র গড়ে তোলার জন্য ইডেন গার্ডেন্সের ইনডোর ফেসিলিটি ও প্লেয়ারদের ডর্মিটরি পশ্চিমবঙ্গ সরকারকে ব্যবহার করতে দিতে তিনি প্রস্তুত। সংবাদসংস্থাকে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বলেছেন, সরকার বললে অবশ্যই ইডেন খুলে দেওয়া হবে। এই সময়ে যা কিছু করা প্রয়োজন, তা আমরা করব। এক্ষেত্রে কোনও সমস্যাই নেই।

লেটেস্ট ভিডিও