Reliance Retail-এর 1.28% Share কিনে নিল American সংস্থা K K R

Bangla Digital Desk | News18 Bangla | 12:17:52 PM IST Sep 23, 2020

করোনার জেরে আর্থিক মন্দা যখন বিশ্বকে গ্রাস করছে, তখন একের পর এক বিনিয়োগ আসছে ভারতের সবচেয়ে মূল্যবান সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এ৷ এ বার মার্কিন লগ্নিকারী সংস্থা KKR & Co ৫ হাজার ৫৫০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে রিলায়েন্স রিটেল-এ৷ রিলায়েন্স রিটেল-এর ১.২৮ শতাংশ অংশ কিনছে KKR & Co৷ রিলায়েন্স জানিয়েছে, রিলায়েন্স রিটেল-এ বিনিয়োগ মূল্য বেড়ে হল ৪.২১ লক্ষ কোটি টাকা (প্রি-মানি ইক্যুইটি ভ্যালু)৷ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান মুকেশ আম্বানির কথায়, 'রিলায়েন্স রিটেল-এ গুরুত্বপূর্ণ বিনিয়োগকারী হিসেবে KKR-কে স্বাগত৷ প্রতিটি ভারতবাসীর সুবিধার জন্য দেশের রিটেল ইকোসিস্টেমকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার যে পথে আমরা চলেছি, তা বজায় থাকবে৷'

লেটেস্ট ভিডিও