Birbhum- পর্যটকদের জন্য স্পেশাল ট্রেন, ছুটবে বীরভূমের উপর দিয়ে

Bangla Digital Desk | News18 Bangla | 03:25:00 PM IST Nov 26, 2021

মাধব দাস, বীরভূম : পূর্ব রেলের তরফ থেকে একটি পর্যটক স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার সেই ট্রেন চালানোর বিষয়ে বীরভূমের বোলপুর রেল ষ্টেশনে প্রেস কনফারেন্স করে, আইআরসিটিসি তরফ থেকে জানানো হয়, এই ট্রেনটি চালানো হবে আগামী বছর অর্থাৎ ২০২২ সালের ১৬ই জানুয়ারি থেকে। ট্রেনটি মুঙ্গের থেকে ছাড়া হবে এবং সেটি বীরভূমের রামপুরহাট, বোলপুর সহ বিভিন্ন স্টেশনে স্টপেজ দেবে।

এই ট্রেনটি সম্পূর্ণভাবে পর্যটকদের জন্য এবং এখানে অন্যান্য যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে বলে জানানো হয়েছে। ট্রেনটির মাধ্যমে দক্ষিণ ভারতের বিভিন্ন দর্শনীয় স্থান ঘোরানোর ব্যবস্থা করা হবে। এছাড়াও, ট্রেনটিতে রয়েছে সমস্ত রকম সুবিধা যা পর্যটকদের ভ্রমণে কোনো রকম বাধা সৃষ্টি করবে না।

বেআইনি কয়লা বাজেয়াপ্ত করলো মুরারই থানার পুলিশ- গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ বেআইনি কয়লা বাজেয়াপ্ত করল পুলিশ। ঘটনাটি বীরভূমের মুরারই থানার বহারাগাছি ও গোপালপুর গ্রামে। গতকাল রাতে ওই এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মজুত কয়লা করা হয়। বাজেয়াপ্ত করা কয়লার পরিমাণ গাড়ি হিসাবে চার গাড়ি। তবে এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। মুরারই থানার পুলিশ বেআইনি কয়লা মজুতকারী কারবারিদের খোঁজে তল্লাসি চালাচ্ছে।

লেটেস্ট ভিডিও