Birbhum: ২৬/১১ স্মরণে কালা দিবস পালিত হলো সাঁইথিয়ায়

Bangla Digital Desk | News18 Bangla | 09:33:44 AM IST Nov 27, 2021

মাধব দাস, বীরভূম : ২৬/১১ স্মরণে কালা দিবস পালন করলো সাঁইথিয়া। সাঁইথিয়ার পথপ্রদর্শক নাগরিক মঞ্চের তরফ থেকে সাঁইথিয়ার ইউনিয়ন বোর্ড মোড়ে একটি অস্থায়ী শহীদ বেদী করে তাতে মাল্যদান করা হয়। পাশাপাশি একমিনিট নীরবতা পালন করা হয়।

বীরভূমের শহীদ সেনার পরিবারকে বাড়ি তৈরীর জন্য বিনামূল্যে সিমেন্ট দেওয়ার প্রতিশ্রুতি ভারতীয় সেনার

১৯৯০ সালের ২ নভেম্বর বীরভূমের ময়ূরেশ্বরের কানাচি গ্রামের বীর জওয়ান জামির হোসেন জঙ্গিদের গুলিতে শহীদ হন। এই ঘটনায় শহীদ এই জওয়ানকে ভারতীয় সেনাদের তরফ থেকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। সম্প্রতি তার বাড়িতে ভারতীয় জওয়ানের প্রতিনিধি দলের সদস্যরা এসে তার পরিবারকে একটি সার্টিফিকেট দেন, সেখানে উল্লেখ করা হয় তার পরিবারের সদস্যরা যদি ৪০০০ স্কয়ার ফিট পর্যন্ত বাড়ি তৈরি করতে চান তাহলে সমস্ত সিমেন্ট দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে।

লেটেস্ট ভিডিও