Birbhum- স্কুটির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ, ভেঙে চুরমার যান, মৃত এক

Bangla Digital Desk | News18 Bangla | 12:23:10 PM IST Dec 01, 2021

মাধব দাস, বীরভূম : বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক জনের। একজন গুরুত্বর আহত। ঘটনাটি ঘটেছে বোলপুরের বাইপাস রাস্তায়, জিলাপি তলা মোড় সংলগ্ন এলাকায়৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য৷

খবর পেয়ে ঘটনাস্থলে যায় বোলপুর থানার পুলিশ।জানা গিয়েছে, একটি স্কুটিতে দুইজন ব্যক্তি আসছিলেন। অন্যদিক থেকে একটি বাইকে আসছিল এক যুবক৷ তীব্র গতিতে আসার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কায় মৃত্যু হয় এক ব্যক্তির। মৃতের নাম রাজেশ সিং। গুরুতর জখম মুন্না গুপ্তা। তাকে চিকিৎসার জন্য বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ অবস্থার অবনতির কারণে বর্ধমানের রেফার করা হয়েছে।

লেটেস্ট ভিডিও