Birbhum News- বিশ্বভারতীতে খ্রীষ্টোৎসব, বড়দিনে খোয়াইয়ে পর্যটকদের ঢল

Bangla Digital Desk | News18 Bangla | 08:34:51 PM IST Dec 25, 2021

মাধব দাস, বীরভূম : প্রথা মেনে ২৫ ডিসেম্বর বিশ্বভারতীতে উদযাপিত হলো খ্রীষ্টোৎসব৷ উপাসনা গৃহে রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে খ্রীষ্টোৎসবের সুচনা হয়৷ পরে ছাতিমতলায় মোমবাতি দিয়ে সাজিয়ে বড়দিনে মাতল শান্তিনিকেতন৷ অন্যদিকে বড়দিন উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে পর্যটকদের আগমন দেখা যায় খোয়াইয়ে। পাশাপাশি তাদের আদিবাসীদের সঙ্গে নাচতেও লক্ষ্য করা যায়।

লেটেস্ট ভিডিও