Birbhum News- গাছেদের অনাথ আশ্রম, অভিনব উদ্যোগ বোলপুরে

Bangla Digital Desk | News18 Bangla | 09:08:03 PM IST Dec 15, 2021

মাধব দাস, বীরভূম : বৃক্ষ ফাউন্ডেশন নামে একটি সংস্থার তরফ থেকে চালু করা হল গাছেদের অনাথ আশ্রম। এই অনাথ আশ্রমের অফিস খোলা হয়েছে বোলপুর মকরমপুরে। সংস্থার তরফ থেকে একটি বনভূমি তৈরি করা হয়েছে কঙ্কালীতলা এলাকায়।

লেটেস্ট ভিডিও