বিনা পয়সায় মিলছে বিদ্যুৎ! মনোজিতের গল্প জানলে অবাক হবেন

Bangla Digital Desk | News18 Bangla | 07:47:41 PM IST Mar 24, 2023

একদিকে যখন আপনার বাড়িতে মাসের শেষে চড়া বিদ্যুতের বিল আসছে সেখানে বাঁকুড়ার বাসিন্দা মনোজিৎ মন্ডলের ফ্ল্যাটের বৈদ্যুতিক বিল শূন্য! ফ্ল্যাট জুড়ে রয়েছে এসি থেকে শুরু করে ইনডাকশন ওভেনএবং কিচেন চিমনি তবুও সারা মাসে মনোজিৎ মন্ডলের বিদ্যুতের খরচা  ডাহা শূন্য! একদিকে যখন আপনার বাড়িতে মাসের শেষে চড়া বিদ্যুতের বিল আসছে সেখানে বাঁকুড়ার মনোজিৎ মন্ডলের "মডিফাইড সোলার পাওয়ার্ড ফ্ল্যাট" এর দ্বারা প্রতিমাসে সাশ্রয় করছে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা। হতাশ হবেন না চাইলে আপনিও বাঁচতে পারেন চড়া বৈদ্যুতিক বিলের হাত থেকে।

লেটেস্ট ভিডিও