#বীরভূম: পুজোর ঠিক আগে ফের স্বমহিমায় অনুব্রত মণ্ডল ৷ তৃণমূলের অন্যতম সক্রিয় ও পরিচিত মুখ তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মন্ডল ৷ তাঁর রাজনৈতিক জীবন বেশ বিচিত্র ও বর্ণময় ৷
দিন দুয়েক আগেই দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে নাম না করে বিজেপিকে আক্রমণ করেছিলেন তিনি ৷ বীরভূমের মাটিতে বিজেপির প্রভাব রুখতে কর্মীদের বার্তা দিয়েছিলেন তিনি ৷
নাম না করে আবার বিজেপিকে হুমকি অনুব্রত মন্ডলের। তিনি বলেন পুজোর পর পাচন(লাঠি) দিয়ে পেটানো হবে। পাচনের বারি পড়লেই উর্বর জমি চাষ হবে। বৃহস্পতিবার তিনি বোলপুরে একটি মন্দিরের উদ্বোধনে আসেন। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী আশিষ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা।
আরও পড়ুন - ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধেও সুযোগ মিলল না যুবি-রায়নার, একদিনের দলে এলেন ঋষভ পন্থ
বীরভূমে বিজেপির প্রভাব প্রতিপত্তি যাতে বাড়তে না পারে তাই নিজের কায়দায় অনুব্রত মন্ডলের হুঙ্কার ৷