২৫ বৈশাখ বাঙালির প্রাণের ঠাকুরের জন্মদিন। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনেই ধুমধাম করে পালিত হয় রবীন্দ্র জয়ন্তী। আগের দিন থেকেই পাড়ায় পাড়ায় চলে ম্যারাপ বাঁধার কাজ। টাঙানো হয় মাইক। রবীন্দ্র জয়ন্তীর সন্ধ্যায় বসে আসর। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মালা দিয়ে ধূপ ধুনো জ্বালিয়ে শুরু হয় জয়ন্তী উদযাপন। পাড়ার বাচ্চা থেকে বড় এমনকী মহিলারাও মেতে ওঠেন রবীন্দ্রনাথের লেখা গান, কবিতা, নাটক, গীতিনাট্যে। গঙ্গা জলেই গঙ্গা পুজো চলে গোটা সন্ধ্যেটা।
রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যকে একা হাতে উৎকর্ষের