এলাকার বাহাদুর চিত্রকর ইতিমধ্যেই বেশ নাম করেছেন। এবারে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে গান বাঁধলেন তিনি। শুধু গান লিখলেন না, গাইলেনও। সঙ্গে একটি পট। মুখ্যমন্ত্রীর ছবি-সহ জনমুখী বিভিন্ন প্রকল্পের ছবিতে ভরা পট। রাজ্য সরকারের জনমুখী প্রকল্প যেমন দুয়ারে সরকার স্বাস্থ্যসাথী, খাদ্যসাথীকে তুলে ধরেছেন তাঁর এই পট চিত্র ও গানের মধ্য দিয়ে।
বর্তমানে পটের গান অনেকটাই হারিয়ে যেতে বসেছে। বাহাদুর চিত্রকরের লেখা ও গাওয়া পটের গান রীতিমতো এখন বেশ সমাদৃত হয়েছে। প্রায় সাত ফুট দীর্ঘ ও দু ফুট প্রস্থের পট এঁকেছেন শিল্পী। সেই পটচিত্রে মুখ্যমন্ত্রীর ছবি এঁকেছেন। আছে রাজ্য সরকারের নেওয়া প্রকল্পের বিভিন্ন চিত্র। বিশ্ব দরবারে সমাদৃত হয়েছে পিংলার নয়া গ্রামের পটচিত্র।