জানেন কি পিপুল গাছের ভেষজ গুনাগুন?
শ্বাসকষ্ট, জ্বর, কুষ্ঠ , অর্শ, প্লীহা, আমবাত প্রতিরোধে ব্যবহৃত হয় পিপুল । পিপুলের মূলের ও ভেষজ গুণ বেশ। মূল মেদরোগ , কফ , শ্বাসকষ্ট নিবারণে ব্যবহৃত হয়। পরিমাণ মতো পিপুলের সাথে গুড় মিশিয়ে খেলে খাবারে অরুচি, অজীর্ণতে উপকারে লাগে।