পশ্চিম মেদিনীপুর: নন স্টপ গরম। রেকর্ড গরম জেলাতে। এবার জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা ছুঁলো ৪৪ ডিগ্রি সেলসিয়াসে। বৃহস্পতিবারের পর শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা বেশ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এদিন বৃহস্পতিবারের তুলনায় ৩° তাপমাত্রা বৃদ্ধি পেয়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ডিগ্রি সেলসিয়াস।পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে লু প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। দিনের পর দিন সেই তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। রোদে হাসফাঁস করা পরিস্থিতি তৈরি হচ্ছে।বেলা একটার সময় দিনের তাপমাত্রা সর্বোচ্চতে পৌঁছে যায়৷
প্রসঙ্গত, চৈত্র সংক্রান্তিতে নাজেহাল বঙ্গবাসী। তাপমাত্রা পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে।। দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাচ্ছে ৪৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে অনেকটা বেশি। পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি করছে স্থানীয় হাওয়া অফিস।প্রতিদিন সেই একই ছবি। হেরফের নেই দিনের ছবিতে। তবে রাতের দিকে কিছু টা তাপমাত্রা কমছে।
বেলা বারোটার পর থেকে সেই তাপমাত্রার পরিমাণ ক্রমশ বাড়বে বলে জানিয়েছে স্থানীয় হাওয়া অফিস। বাড়ির বাইরে বেরোলে হাত মুখ ঢেকে বেরোনোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। শুধু তাই নয় প্রতিনিয়ত ওআরএস কিংবা স্যালাইন জল খাওয়ারও পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।যদিও বৃহস্পতিবার পর্যন্ত জেলায় কোনো রৌদ্র তাপে অসুস্থতার খবর নেই বলে জানয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য অধিকর্তা সৌম্যশঙ্কর ষড়ঙ্গী।