কিছুটা সময় অন্তর গোঙানির আওয়াজ মাঝ আকাশে। আকাশে চক্কর কাটছে তেজস, রাফাল, জাগুয়ার, সহ শক্তিশালি একাধিক যুদ্ধবিমান। শুধু ভারতীয় যুদ্ধবিমান নয়, মাছ আকাশে চক্কর কাটছে মার্কিন যুদ্ধবিমানও। আর এতেই ঘুম উড়েছে চীনের।গত দু সপ্তাহ ধরে ভারতবর্ষের তিনটি এয়ার ফোর্স স্টেশনে চলছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের যুদ্ধবিমানের মহড়া।
দুই বিমান বাহিনীর মধ্যে সম্পর্ক বজায় রাখা এবং শক্তিশালী করার জন্য বেশ কয়েক বছর ধরে এই আয়োজন।বর্তমান পরিস্থিতিতে ভারত মহাসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক সময়ে চিনা আগ্রাসন ট্যাকটিকাল জাহাজের উপস্থিতি বেড়েছে। লাদাখ সীমান্তে গত বছর উত্তপ্ত দেখেছে সাধারন মানুষ। সেই পরিস্থিতিতে ভারত ও আমেরিকার যৌথ বায়ু সেনা মহড়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।