পশ্চিম বর্ধমান : একসঙ্গে ১২ টি শিশুর অন্নপ্রাশন। একসঙ্গে এক ডজন শিশু মুখে অন্ন তুলে দিলেন পঞ্চায়েত প্রধান। পালন করলেন অন্নপ্রাশন দিবস। এতদিন বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছে গণবিবাহের ছবি। তবে এই ছবি একদম অন্যরকম। যে ছবি উঠে এসেছে পঞ্চায়েতের অন্তর্গত পানাগড় ক্যানালপার এলাকায়। প্রতিবেদন ও ছবি : নয়ন ঘোষ
এই বিষয়ে কাঁকসা পঞ্চায়েতের প্রধান শুক্লা সিং জানিয়েছেন, অনেক দুস্থ পরিবার রয়েছেন, যাঁরা নিজেদের শিশুদের অন্নপ্রাশন পালন করতে পারেন না অর্থাভাবে। কিন্তু ছোট ছোট শিশুগুলি যাতে তেমন অনুষ্ঠানের আনন্দ থেকে বঞ্চিত না হয়, বা ছেলে মেয়ের অন্নপ্রাশন পালন করতে না পারায় বাবা-মায়ের মনে যাতে কষ্ট না থাকে, তার জন্য এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পানাগড় ব্লক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে এদিন দুপুরে আয়োজন করা হয়েছিল অন্নপ্রাশন দিবস। প্রতিবেদন ও ছবি : নয়ন ঘোষ