পশ্চিম বর্ধমান : যে তীব্র গরম দিয়ে বৈশাখের শুরু হয়েছিল, সেই পরিস্থিতির বদল হয়েছে। পরপর কয়েকদিন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বিক্ষিপ্তভাবে হচ্ছে বৃষ্টিপাত। নেমেছে তাপমাত্রার পারদ। যদিও আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। তবে দহন জ্বালায় ভুগতে হচ্ছে না দক্ষিণবঙ্গের মানুষকে। উত্তরবঙ্গের মানুষও অনেকখানি স্বস্তি পেয়েছেন তীব্র দাবদহ থেকে।
তবে বাংলার মানুষ যদি মনে করেন চলতি মরশুমে গরম আর মাথা তুলে দাঁড়াতে পারবে না, তাহলেও ভুল ভাবছেন। কিছুদিন আগে যে তীব্র গরম, দাবদাহ দক্ষিণবঙ্গের মানুষকে সহ্য করতে হয়েছে, তা আবার ফিরতে পারে। অন্তত তেমন আশঙ্কাই বেশি। আশঙ্কা, তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে বেশি থাকবে। গরমের পরিস্থিতি এমন হয়ে যাবে, যে গরমের দিকে শীর্ষে থাকা রাজ্যগুলিকে টপকে যেতে পারে বাংলা।