আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার যেমন রাজ্যের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে, তেমনভাবেই শুক্র ও শনিবার বৃষ্টিপাত হবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার এবং সোমবারেও। শনিবার যেমন দক্ষিণবঙ্গের সবকটি জেলায় বৃষ্টিপাত হবে, তেমনভাবে রবিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সোমবারেও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। যদিও বৃষ্টিপাত হলেও বেলার দিকে তাপমাত্রা কিছুটা করে বাড়বে। অন্যদিকে বাতাসে এই মুহূর্তে জলীয় বাষ্পের পরিমাণ বেশি রয়েছে। ফলে আদ্রতা জনিত অস্বস্তি অর্থাৎ ভ্যাপসা গরম থাকবে। তবে বৃষ্টিপাতের পরে ফিরবে স্বস্তি। Input- Nayan Ghosh