হোম » ছবি » পশ্চিম বর্ধমান » আকাশ কাঁপিয়ে প্রবল বৃষ্টি, অরেঞ্জ অ্যালার্টে দক্ষিণবঙ্গ, এর মধ্যেই গরমে পুড়বে

Kalbaishakhi Alert : আকাশ কাঁপিয়ে প্রবল বৃষ্টি, অরেঞ্জ অ্যালার্টে দক্ষিণবঙ্গ, দু'দিন গরমে পুড়বে তিন জেলা

  • 17

    Kalbaishakhi Alert : আকাশ কাঁপিয়ে প্রবল বৃষ্টি, অরেঞ্জ অ্যালার্টে দক্ষিণবঙ্গ, দু'দিন গরমে পুড়বে তিন জেলা

    Kalbaishakhi Alert। পশ্চিম বর্ধমান : গত সপ্তাহে দক্ষিণবঙ্গের একাধিক জেলা সম্মুখীন হয়েছে ভয়ঙ্কর কালবৈশাখীর। বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির দাপটে লন্ডভন্ড হয়েছে অনেক কিছু। কিন্তু কালবৈশাখীর স্বস্তি উপভোগ করার সুযোগ না দিয়ে, বেড়েই চলেছে তাপমাত্রার পারদ।

    MORE
    GALLERIES

  • 27

    Kalbaishakhi Alert : আকাশ কাঁপিয়ে প্রবল বৃষ্টি, অরেঞ্জ অ্যালার্টে দক্ষিণবঙ্গ, দু'দিন গরমে পুড়বে তিন জেলা

    দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে ৪৫ এর কাছাকাছি পৌঁছে গিয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী দু-দিনে এই পরিস্থিতি আরও জটিল হতে পারে।

    MORE
    GALLERIES

  • 37

    Kalbaishakhi Alert : আকাশ কাঁপিয়ে প্রবল বৃষ্টি, অরেঞ্জ অ্যালার্টে দক্ষিণবঙ্গ, দু'দিন গরমে পুড়বে তিন জেলা

    কি বলছে হাওয়া অফিস? আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে সোম এবং মঙ্গলবার তাপমাত্রা অনেকটা বাড়বে। বিশেষ করে দক্ষিণ-পশ্চিমে যে জেলাগুলি রয়েছে অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলায় তাপমাত্রা ৪৫°  সেলসিয়াসে পৌঁছে যাবে।

    MORE
    GALLERIES

  • 47

    Kalbaishakhi Alert : আকাশ কাঁপিয়ে প্রবল বৃষ্টি, অরেঞ্জ অ্যালার্টে দক্ষিণবঙ্গ, দু'দিন গরমে পুড়বে তিন জেলা

    তীব্র দহন জ্বালায় ভুগতে হবে এই তিন জেলার মানুষকে। সঙ্গে রয়েছে তাপ প্রবাহের সর্তকতা। যদিও মঙ্গলবার বিকেলের দিকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাতেও স্বস্তি মিলবে না।

    MORE
    GALLERIES

  • 57

    Kalbaishakhi Alert : আকাশ কাঁপিয়ে প্রবল বৃষ্টি, অরেঞ্জ অ্যালার্টে দক্ষিণবঙ্গ, দু'দিন গরমে পুড়বে তিন জেলা

    পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টি হলেও, তাপমাত্রাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে হাওয়া অফিস সূত্রে খবর। ফলে সোম এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের মানুষকে, বিশেষ করে তিন জেলার মানুষকে সতর্ক থাকতে বলছেন বিশেষজ্ঞরা বেলা বাড়লে বাইরে বেরোতে নিষেধ করছেন তারা।

    MORE
    GALLERIES

  • 67

    Kalbaishakhi Alert : আকাশ কাঁপিয়ে প্রবল বৃষ্টি, অরেঞ্জ অ্যালার্টে দক্ষিণবঙ্গ, দু'দিন গরমে পুড়বে তিন জেলা

    একইসঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার জন্য, ভ্যাপসা গরম সহ্য করতে হবে এই সমস্ত জেলার মানুষজনকে।অন্যদিকে গরম থেকে কবে মুক্তি মিলবে, তাও জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। আগামী বুধবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে ঝড়ের দাপট ব্যাপকভাবে লক্ষ্য করা যাবে। ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে গতিবেগে ঝড় বইতে পারে আগামী বুধবার।

    MORE
    GALLERIES

  • 77

    Kalbaishakhi Alert : আকাশ কাঁপিয়ে প্রবল বৃষ্টি, অরেঞ্জ অ্যালার্টে দক্ষিণবঙ্গ, দু'দিন গরমে পুড়বে তিন জেলা

    ফলে কালবৈশাখীর জন্য বুধবার এই গরম থেকে স্বস্তি মেলার সম্ভাবনা রয়েছে। তবে এবারে কয়েকটা দিন দেরিতে কেরলে বর্ষা প্রবেশ করছে। বাংলাতেও বর্ষা প্রবেশের বিলম্ব হবে বলে মনে করছেন হাওয়া অফিসের বিশেষজ্ঞরা। তাই কালবৈশাখী দৌলতে মাঝেমধ্যে স্বস্তি ফিরলেও, তীব্র গরম এখনও বেশ কিছুদিন সহ্য করতে হবে বলে মনে করা হচ্ছে। Input-  Nayan Ghosh

    MORE
    GALLERIES