হোম » ছবি » পশ্চিম বর্ধমান » ৪৪ ডিগ্রির বিষাক্ত ছোবল, জেলাবাসীর নাভিশ্বাস, সবচেয়ে বেশি হাল খারাপ হবে

Weather Alert: ৪৪ ডিগ্রির বিষাক্ত ছোবল, জেলাবাসীর নাভিশ্বাস, সবচেয়ে বেশি হাল খারাপ হবে

  • 16

    Weather Alert: ৪৪ ডিগ্রির বিষাক্ত ছোবল, জেলাবাসীর নাভিশ্বাস, সবচেয়ে বেশি হাল খারাপ হবে

    পশ্চিম বর্ধমান : সূর্যদেবের আগুন মেজাজে ঝোড়ো ব্যাটিং। বাইরে বেরোলেই যেন আগুনের হলকা বয়ে যাচ্ছে শরীরের উপর দিয়ে। মানুষজন চাতক পাখির মত বসে আছেন একফোঁটা বৃষ্টির অপেক্ষায়। মানুষ তো কোন ছাড়, সবুজ গাছপালাও যেন সূর্যের প্রখর তাপে জ্বলে পুড়ে যাচ্ছে। কিন্তু  সুখবর দিতে পারছে না হাওয়া অফিস। অন্তত আগামী পাঁচ দিন তো নয়। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী পাঁচ দিন বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। উল্টে এই দহন জ্বালা ভোগ করতে হবে মানুষকে। সবচেয়ে বেশি খারাপ অবস্থা হবে পশ্চিম বর্ধমান জেলার। হাওয়া অফিসের ইঙ্গিত অন্তত তেমনটাই।

    MORE
    GALLERIES

  • 26

    Weather Alert: ৪৪ ডিগ্রির বিষাক্ত ছোবল, জেলাবাসীর নাভিশ্বাস, সবচেয়ে বেশি হাল খারাপ হবে

    তো বিপদ কেন বাড়বে ? আবহাওয়ার পূর্বাভাস বলছে, ৪০ ডিগ্রি নয়, আগামী কয়েক দিনে তাপমাত্রার পারদ ৪৪ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে পশ্চিম বর্ধমান জেলার পানাগড়ে। ৪৩ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে আসানসোল, দুর্গাপুরের তাপমাত্রা।

    MORE
    GALLERIES

  • 36

    Weather Alert: ৪৪ ডিগ্রির বিষাক্ত ছোবল, জেলাবাসীর নাভিশ্বাস, সবচেয়ে বেশি হাল খারাপ হবে

    যখন দক্ষিণবঙ্গের জেলাগুলি চল্লিশ ডিগ্রি তাপমাত্রা পেরিয়ে যাওয়ার পরেই হাঁসফাঁস করছে, তখন ৪২ ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে হয়েছে পানাগড়ের মানুষকে। বছরের দ্বিতীয় দিন এবং প্রথম রবিবার ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে পানাগড়ে।

    MORE
    GALLERIES

  • 46

    Weather Alert: ৪৪ ডিগ্রির বিষাক্ত ছোবল, জেলাবাসীর নাভিশ্বাস, সবচেয়ে বেশি হাল খারাপ হবে

    মরুভূমির থেকেও খারাপ অবস্থা পশ্চিম বর্ধমান জেলার এই জায়গার। খুব পিছিয়ে নেই জেলার অন্যতম গুরুত্বপূর্ণ দুটি শহর আসানসোল এবং দুর্গাপুর। তবে শেষ নয় এখানেই। আগামীকাল সোমবার তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে, এমনটাই ইঙ্গিত আবহাওয়া দফতরের পূর্বাভাসে।

    MORE
    GALLERIES

  • 56

    Weather Alert: ৪৪ ডিগ্রির বিষাক্ত ছোবল, জেলাবাসীর নাভিশ্বাস, সবচেয়ে বেশি হাল খারাপ হবে

    বিগত কয়েক বছরে এমন গরম সহ্য করতে হয়নি পশ্চিম বর্ধমান জেলাকে। যদিও রাজ্যের অন্যান্য জেলা গুলির থেকে পশ্চিম বর্ধমান জেলায় গরমের মাত্রা একটু বেশি থাকে। তবে এ বছর বৈশাখ মাসের শুরুতেই যে গরম রয়েছে, তাতে করে নাজেহাল হয়ে পড়েছেন জেলার মানুষ। এতটা বেশি গরম যে সহ্য করতে হবে, তার পরিকল্পনাও করতে পারেন নি অনেকে। বিশেষ করে যখন করোনার দাপটে দেশে লকডাউন চলছিল, তখন বিগত দু-তিন বছর সেই অর্থে ব্যাপক গরম পড়েনি।

    MORE
    GALLERIES

  • 66

    Weather Alert: ৪৪ ডিগ্রির বিষাক্ত ছোবল, জেলাবাসীর নাভিশ্বাস, সবচেয়ে বেশি হাল খারাপ হবে

    স্বাভাবিকভাবেই এ বছরের গরম মানুষকে একটু বেশি কাবু করে দিচ্ছে। পশ্চিম বর্ধমানের পরশি জেলা বাঁকুড়া, বীরভূম, বর্ধমানের তাপমাত্রার পারদ বেশ চড়া। তবে পানাগড় যেন সবকিছুর ঊর্ধ্বে। বাংলা বছরের প্রথম রবিবার ৪৩ ডিগ্রি তাপমাত্রা সহ্য করার পরেও স্বস্তির কোনও ইঙ্গিত নেই আগামী পাঁচ দিনে। আগামী এই কয়েকদিনে নেই বৃষ্টিপাতের পূর্বাভাস। পানাগড় এবং জেলায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি এবং তার আশপাশে ঘোরাফেরা করবে বলে আশঙ্কা করা হচ্ছে। স্বাভাবিকভাবেই তীব্র দহনে ঘুরতে হবে পানাগড় সহ জেলার মানুষকে। Input-  Nayan Ghosh

    MORE
    GALLERIES