ব্যস, সব রেডি ৷ শুরু হয়ে গিয়েছে বিপাশার বিয়ের নানা অনুষ্ঠানও ৷ একেবারে বাঙালি সাজে আর্শিবাদের অনুষ্ঠান শুরু করে ফেললেন বিপাশা বসু ও হবু বর করণ সিং গ্রোভার ! শোনা গিয়েছে, একেবারে বাঙালি মতেই বিয়ে করবেন বিপাশা ৷ হবে গায়ে হলুদ, হবে মালাবদলও ৷ করণকেও নাকি বাঙালিদের নিয়মকানুন শিখিয়ে দিয়েছেন বিপস ! বিপাশার বিয়ে ৩০ এপ্রিল ৷