পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন জয়পুরের বিখ্যাত মহিলা বাইকার ভীনু পালিওয়াল ৷ হার্লে ডেভিডসন বাইকে চড়ে ভারত ভ্রমণে বেড়িয়েছিলেন ভীনু ৷ তার সফর সঙ্গি হিসেবে ছিলেন বন্ধু দীপেশ ৷ কিন্তু তিনি অন্য একটি বাইকে ছিলেন বলে প্রাণে বেঁচে যান ৷ সূত্রের খবর, সোমবার সকালে লখনউ থেকে ভোপালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ভীনু ও দীপেশ ৷ কিন্তু বিদিশা জেলার গয়েসপুর রাস্তার মোড়ে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ভীনু ৷ বাইকের স্পিড বেশি থাকায় বাইক থেকে ছিটকে পড়ে যান তিনি ৷ গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ভীনুকে মৃত বলে ঘোষণা করেন ৷
গত বছর একটি সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে ভীনু জানান যে তিনি খুব সহজেই ১৮০ স্পিডে বাইক চালাতে পারেন ৷ ভীনু আরও জানান বাইক চালাতে তিনি স্কুলে পড়ার সময় থেকেই পছন্দ করতেন ৷ প্রথমে তিনি ১৫০ সিসি বাইক চালানো শুরু করেন ৷ এরপর রয়্যাল এনফিল্ড চালিয়েছেন বহুদিন ৷ ভিনু তার হার্লে ডেভিডশনের নাম রানি দিয়েছিলেন ৷ ২৬৫ কেজি ওজনের এই বাইকের ১২০০ সিসির ইঞ্জিন রয়েছে ৷