1/ 7


মোহালিতে গৌতম গম্ভীররা গিয়েছিলেন লিগ টেবলে প্রথম দুইয়ে থাকার বিষয়টা নিশ্চিত করতে। ফিরে আসছেন বাড়তি চাপ সঙ্গে করে। মঙ্গলবার কিংগস ইলেভেন পঞ্জাবের কাছে হারের পর যা অবস্থা, তাতে শনিবার ইডেনে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জিততেই হবে গম্ভীরদের। না জিতলে নাইটদের প্লে অফে যাওয়া অন্যদের হাতে। এমনকী তীরে এসে তরিও ডোবার আশঙ্কাও দেখা দিয়েছে। Photo: BCCI