

এই বছর WhatsApp –এ যোগ হয়েছে একের পর এক ফিচার। প্রায় প্রতি মাসেই এক বা একাধিক ফিচার যোগ হয়েছে এই মেসেজিং অ্যাপে। এক নজরে দেখে নেওয়া যাক 2018 সালের নতুন ফিচারগুলি (Photo collected)


গ্রুপ ভয়েস ও ভিডিও কল: অগাস্ট মাসে এই ফিচার যোগ হয়েছিল। একসাথে চার জন WhatsApp ব্যবহার করে গ্রুপ কল করতে পারেন। (Photo collected)


WhatsApp পেমেন্ট: ফেব্রুয়ারি মাসে বিটা ভার্সানে এই ফিচার পৌঁছেছিল। আপাতত রিজার্ভের সবুজ সংকেতের অপেক্ষার রয়েছে এই ফিচার। (Photo collected)


পিকচার-ইন-পিকচার মোড: ডিসেম্বরে এই ফিচার লঞ্চ হয়েছে WhatsApp –এ। নতুন এই ফিচারে WhatsApp চ্যাটে কোন ভিডিও লিঙ্ক পেলে সেই ভিডিও চালাতে চ্যাট উইন্ডো থেকে বেরোতে হবে না। স্ক্রিনের মধ্যেই চ্যাটের উপরে আলাদা একটি উইইন্ডোতে চলতে শুরু করবে এই ভিডিও। (Photo collected)


গ্রুপ চ্যাট: এই বছর গ্রুপ চ্যাটে একাধিক নতুন ফিচার যোগ হয়েছে। গ্রুপের অ্যাডিমিনরা পেয়েছেন আগের থেকে বেশি ক্ষমতা। (Photo collected)


মিডিয়া দেখা: জুন মাসে এই ফিচার সামনে এসেছিল। এই ফিচারে কোন নির্দিষ্ট গ্রুপ থেকে মিডিয়া দেখা বন্ধ করতে পারেন গ্রাহকরা। পরে WhatsApp –এ এই ফিচার ফিরে এসেছিল। (Photo collected)


মেসেজ ফরওয়ার্ডিং: ভুয়ো খবর ছড়ানো রুখতে 2018 সালে মেসেজ ফরওয়ার্ডিং এ রাশ টেনেছিল WhatsApp। নতুন নিয়মে একসাথে নির্দিষ্ট সংখ্যক ব্যক্তির সাথেই কোন মেসেজ ফরওয়ার্ড করা যাবে। এছাড়াও ফরওয়ার্ড করা মেসেজের উপরে ‘Forwarded' শব্দ যোগ হয়েছে এই বছরেই। (Photo collected)


WhatsApp ডাটা ডাউনলোড: নিজের কোন ব্যক্তিগত তথ্য WhatsApp সংগ্রহ করছে তা জানার জন্য WhatsApp এ Settings > Account > Request Account Info সিলেক্ট করতে হবে। (Photo collected)