বাইকে চেপে লাদাখ ঘোরার শখ অনেকেরই। তবে কাজটা সহজ নয়। দুর্গম পাহাড়ি রাস্তা। পদে পদে বিপদ। এমন রাস্তায় কয়েকটি বাইক আপনার সঙ্গ দিতে পারে। রয়্যাল এনফিল্ডের হিমালয়ান পাহাড়ি রাস্তায় জনপ্রিয় অফ-রোডিং বাইক। Royal Enfield Himalayan-এর দাম শুরু ২.১৫ লক্ষ টাকা (এক্স-শোরুম, দিল্লি। টপ ভেরিয়েন্টে ২.২২ লক্ষ টাকা, এক্স শোরুম৷ হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্সের পাশাপাশি সিটের উচ্চতা এটিকে লাদাখের কঠিন রাস্তায় চলার জন্য আরও উপযুক্ত করে তোলে। তাই এটি সেরা বিকল্প হিসাবে হতে পারে।