

২০২০ শেষের পথে। সেই সঙ্গে পুরনো ভার্সানের কিছু অ্যান্ড্রয়েড ও iOS স্মার্টফোনেও নিজের যাত্রা শেষ করতে চলেছে ফেসবুক (Facebook) মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp। অর্থাৎ সামনের বছর থেকে পুরনো ভার্সানের বেশ কয়েকটি অ্যান্ড্রয়েড ও iPhone-এ কাজ করবে না WhatsApp। এ ক্ষেত্রে অন্তত iOS 9 বা 4.0.3 অ্যান্ড্রয়েড ভার্সনে যে স্মার্টফোনগুলি চলছে না, সেগুলিতে আর কাজ করবে না এই চ্যাটিং অ্যাপ।


বলা বাহুল্য, সামনের বছর iPhone 4 পর্যন্ত সমস্ত মডেলেই সাপোর্ট করবে না WhatsAp)। অর্থাৎ যাঁরা iPhone 4S, iPhone 5, iPhone 5S, iPhone 6 ও iPhone 6S ব্যবহার করছেন, তাঁদের অপারেটিং সিস্টেম iOS 9 ভার্সনে আপডেট করাতে হবে।


অন্য দিকে, অন্তত 4.0.3 অ্যান্ড্রয়েড ভার্সনে চলতে হবে স্মার্টফোনগুলি। 4.0.3 অ্যান্ড্রয়েড ভার্সনের আগের অ্যান্ড্রয়েড ভার্সনে কাজ করবে না WhatsApp। যদিও বর্তমানে যে ফোনগুলি আসছে এবং গত দু'-এক বছরে যে ফোনগুলি বাজারে এসেছে, তাদের বেশিরভাগই 4.0.3 অ্যান্ড্রয়েড ভার্সন বা তার থেকে আপডেটেড ভার্সনে চলে। তবে HTC Desire, LG Optimus Black, Motorola Droid Razr-সহ বেশ কয়েকটি মডেলে সমস্যা দেখা দিতে পারে। এ ক্ষেত্রে যে ফোনগুলিতে 4.0.3 অ্যান্ড্রয়েড ভার্সনের থেকেও পুরনো ভার্সন চলছে, এ বার সেগুলি নিয়ে ভাবনা-চিন্তা করার সময় এসেছে।


তবে কিছু ব্যবহারকারী তাঁদের পুরনো স্মার্টফোনেই নিশ্চিন্তে তাঁদের WhatsApp চালাতে পারেন। এ ক্ষেত্রে তাঁদের ফোনের অপারেটিং সিস্টেমে আপডেটও একটি জরুরি বিষয়। তবে অন্যদের ক্ষেত্রে সহজ উপায় হল ফোন বদলে নেওয়া। অর্থাৎ একটি নতুন স্মার্ট ফোন কিনে নেওয়া। কিন্তু কী ভাবে জানবেন আপনার ফোনের অপারেটিং সিস্টেম সম্পর্কে?


এক্ষেত্রে iPhone ব্যবহারকারীরা সেটিংস অপশনে গিয়ে জেনে নিতে পারেন তাঁদের ফোনের অপারেটিং সিস্টেম সম্পর্কে। প্রথমে সেটিংস, তার পর জেনারেল ও ইনফরমেশন (Settings > General > Information) অপশনে যেতে হবে। এখানেই iPhone-এর সফটওয়্যার ভার্সন সম্পর্কে বিস্তারিত জানা যাবে।


অন্য দিকে, ফোনের সেটিংসে (Settings) গিয়ে About Phone অপশনে যেতে হবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের। এই About Phone অপশনে ক্লিক করলেই ফোনের অপারেটিং সিস্টেম, অ্যান্ড্রয়েড ভার্সন সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে। এ ক্ষেত্রে সেটিংসে যদি কোনও সফটওয়্যার আপডেট বাকি থাকে, তা হলে তা করিয়ে নিতে হবে। এতে WhatsApp সাপোর্ট সহ একাধিক অ্যাপ ব্যবহারে বিশেষ সুবিধা মিলতে পারে।