WhatsApp-এর নতুন ফিচার, এবার টাইপ না করে Save করুন নম্বর
Bangla Editor
1/ 6
হোয়াটসঅ্যাপ ছাড়া বর্তমান প্রজন্মের জীবন যেন অচল। নিত্য নতুন ফিচার নিয়ে এসে আরও জনপ্রিয় হয়ে উঠছে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি হোয়াটসঅ্যাপ বিটা ভার্সানে আরও একটি নতুন ফিচার যোগ হল।
2/ 6
এবার এমন একটি ফিচার আনছে হোয়াটসঅ্যাপ যার সাহায্যে কন্টাক্ট সেভ করা হয়ে যাবে আরও সহজ
3/ 6
আসলে হোয়াটসঅ্যাপ নিজের অ্যাপ্লিকেশনে QR Code শর্টকাটের উপর কাজ করছে। আপাতত হোয়াটসঅ্যাপ অ্যানড্রয়েড বিটা ভার্সানে এই ফিচার যোগ হয়েছে।
4/ 6
এর ফলে আপনাকে আর টাইপ করে নম্বর সেভ করতে হবে না। স্ক্যান করুন আর আপনার ফনে নম্বর সেভ হয়ে যাবে।
5/ 6
WABetaInfo ট্যুইট করেছে যে, অ্যান্ড্রয়েড বিটা 2.19.189 আপডেটের হাট ধরে এই ফিচারটি পৌঁছে যাবে আপনার ফোনে।
6/ 6
Whatsapp নিজের বিখ্যাত ফছার PIP মোডটিকে আরও উন্নত করার জন্য কাজ করছে। পিকচার ইন পিকচার (PIP) মোডের সাহায্যে ইউজারা চ্যাট করতে করতে থার্ড পার্টির ভিডিও প্লে করার সুবিধা পাবে। WABetaInfo ট্যুইট করেছে যে, হোয়াটসঅ্যাপ PIP মোড 2.0 উপর কাজ করছে।
WhatsApp-এর নতুন ফিচার, এবার টাইপ না করে Save করুন নম্বর
হোয়াটসঅ্যাপ ছাড়া বর্তমান প্রজন্মের জীবন যেন অচল। নিত্য নতুন ফিচার নিয়ে এসে আরও জনপ্রিয় হয়ে উঠছে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি হোয়াটসঅ্যাপ বিটা ভার্সানে আরও একটি নতুন ফিচার যোগ হল।
WhatsApp-এর নতুন ফিচার, এবার টাইপ না করে Save করুন নম্বর
Whatsapp নিজের বিখ্যাত ফছার PIP মোডটিকে আরও উন্নত করার জন্য কাজ করছে। পিকচার ইন পিকচার (PIP) মোডের সাহায্যে ইউজারা চ্যাট করতে করতে থার্ড পার্টির ভিডিও প্লে করার সুবিধা পাবে। WABetaInfo ট্যুইট করেছে যে, হোয়াটসঅ্যাপ PIP মোড 2.0 উপর কাজ করছে।