

হোয়াটসঅ্যাপ (WhatsApp) ছাড়া বর্তমান প্রজন্মের জীবন যেন অচল। চ্যাটিং ছাড়াও ব্যবহারকারীরা এতে ফটো, অডিও-ভিডিও ফাইল শেয়ার করে থাকে। সেই সঙ্গে ভয়েস আর ভিডিও কলিং এর মজাও নিয়ে থাকেন। হোয়াটসঅ্যাপের সাহায্যে অনেক সময় আমরা দরকারি তথ্যও সেন্ড করে থাকি। তাই ফোন চুরি হয়ে গেলে ফোনে থাকে জরুরি তথ্য, ছবি আর ভিডিও হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আপনি নিজের জরুরি তথ্য হোয়াটসঅ্যাপ গ্রুপে সেভ করে রাখতে পারবেন।


জেনে নিন হোয়াটসঅ্যাপে সিক্রেট গ্রুপে কীভাবে সেভ করবেন ছবি, ভিডিও আর ডকুমেন্ট। হোয়াটসঅ্যাপের সিক্রেট গ্রুপের বিশেষত্ব হল যে এই গ্রুপে আপনি একা মেম্বার হবেন আর আপনি ছাড়া এই গ্রুপে রাখা ফাইল অন্য কেউ অ্যাকসেস করতে পারবে না। জেনে নিন ট্রিক...


সবার প্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন করে উপরের ডান দিকে থাকা তিনটি ডটে ক্লিক করে নতুন গ্রুপ তৈরি করুন। এই গ্রুপের নাম আপনি নিজের ইচ্ছে মতো দিতে পারেন। আমরা গ্রুপটির নাম সিক্রেট গ্রুপ রেখেছি। এরপর আপনি কিছুক্ষণের জন্য এই গ্রুপে আপনার কন্টাক্ট লিস্ট থেকে কাউকে যোগ করে নিন। মেম্বার যোগ করতেই আপনার নতুন গ্রুপ তৈরি হয়ে যাবে।


এবার আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপটির ইনফো অপশনটিতে যান। এর জন্য আপনাকে গ্রুপে গিয়ে উপরে ডান দিকে থাকা তিনটি ডটে ক্লিক করতে হবে। ট্যাপ করতেই আপনার ফোনের স্ক্রিনে গ্রুপ ইনফো খুলে যাবে। এখানে গ্রুপটির সম্পর্কে সন তথ্য দেওয়া রয়েছে। এবার আপনাকে সেই কন্টাক্টটিকে রিমুভ করতে হবে যাকে আপনি গ্রুপ তৈরি করার সময় যোগ করে ছিলেন। নুম্বারটি রিমুভ হয়ে গেলে গ্রুপে আপনি একা মেম্বার থেকে যাবেন। এবার এটা আপনার সিক্রেট হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়ে যাবে। এবার আপনি চাইলে আবার গ্রুপের নাম বদলে নিতে পারেন।


এই প্রসেস পুরো হতেই আপনার একটি আলাদা সিক্রেট হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়ে যাবে। আপনি ছাড়া জন্য কেই এই গ্রুপটিকে অ্যাকসেস করতে পারবে না। এই গ্রুপে আপনি ছবি, ভিডিও, জরুরি তথ্য, দরকারি লিঙ্ক আর ডকুমেন্ট সব সেভ করে রাখতে পারবেন। অনেক সময় এমন হয়ে থাকে যে, আমরা মোবাইলে কোনও ভিডিও দেখছেন বা কোনও এমন খবর পড়ছেন যার লিঙ্ক আপনি সেব করে রাখতে চান, কিন্তু আমাদের কাছে কোনও অপশন থাকে না। তবে হোয়াটসঅ্যাপে এই গ্রুপ তৈরি করার পর আপনি সেটাও করতে পারবেন।