

ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিত করতে এবার নতুন ফিচার আনছে WhatsApp। WhatsApp Web-এ লগ-ইন করতে গেলে এবার থেকে ফেস Id বা ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন পড়বে। ডেস্কটপে WhatsApp লিঙ্ক করার সময় QR কোড স্ক্যান করার আগে এই পদক্ষেপটি করতে হবে।


এই ফিচারটি সম্পর্কে বলতে গিয়ে WhatsApp-এর তরফে জানানো হয়েছে, WhatsApp Web ও ডেস্কটপের ক্ষেত্রে সুরক্ষা বাড়াতে আমরা আরেকটি পদক্ষেপ করেছি। এক্ষেত্রে WhatsApp Web ব্যবহার করতে গেলে একটি বেশি ধাপ পেরোতে হবে ব্যবহারকারীদের। এক্ষেত্রে আমরা ফেস Id ও ফিঙ্গারপ্রিন্টের সহযোগিতা নিচ্ছি, যা আপনাদের মোবাইল ফোনে আগে থেকেই উপলব্ধ রয়েছে। এবার থেকে WhatsApp Web খুলতে গেলে একটি উইন্ডো আসবে, যা আপনাকে প্রথমে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোন আনলক করতে বলবে এবং পরে QR কোড স্ক্যানের অপশন দেবে।


আজকাল অনেকেই অফিসে নিজের ফোন থেকে WhatsApp Web-এ লগ-ইন করে থাকেন। অনেক সময়ে তাড়াতাড়িতে লগ-আউট করতে ভুলে যান। এতে মেশিন বন্ধ করে দিলেও WhatsApp Web লগ-ইন থেকে যায়। কিন্তু এই নতুন ফিচারে অন্য কেউ আপনার অ্যাকাউন্ট ডেস্কটপ থেকে আপনার অনুমতি ছাড়া লগ-ইন করতে পারবে না। সংস্থা দাবি করছে, যদি কেউ কারও অনুমতি ছাড়া WhatsApp অ্যাকাউন্ট খোলার চেষ্টা করে, তা হলে ব্যবহারকারীর ফোনে একটি নোটিফিকেশন যাবে। যেখানে বলা থাকবে, কোন জায়গা থেকে আপনার অ্যাকাউন্ট লগ-ইনের চেষ্টা চলছে।


এক্ষেত্রে ব্যবহারকারীর ফোনে থাকা বায়োমেট্রিক ইনফরমেশনে ঢুকতে পারে না WhatsApp। সেই ভাবে এটি সাজানো হয়নি বলে। কিন্তু যদি ব্যবহারকারীর ফোনে আগে থেকেই সিকিউরিটি সেটিংসে ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন থাকে, তা হলে এটি তা অ্যাকসেস করতে পারে। এই ফিচার WhatsApp-এর নতুন ভার্সনেই পাওয়া যাচ্ছে। সংস্থা আরেকটি বিবৃতিতে জানিয়েছে, এই নতুন ফিচারটি যুক্ত করার পাশাপাশি এতে আরও বেশ কিছু পরিবর্তন করার চিন্তা ভাবনা চলছে। যা আগামী কয়েক সপ্তাহে চালু হতে পারে।


জেনে নিন কী ভাবে নতুন এই ফিচার দিয়ে WhatsApp Web খুলতে হবে- প্রথমেই WhatsApp খুলে সেটিংস অপশনে যেতে হবে। সেখানে WhatsApp Web-এর অপশন মিলবে, তাতে ক্লিক করতে হবে। এবার ডিভাইস লিঙ্ক করার অপশন আসবে, তাতে ক্লিক করতে হবে। এখানেই এবার ফেস ID বা টাচ ID, প্যাটার্ন লক, যা দেওয়া আছে ফোনে সেটি দিতে বলা হবে। সেটি দিলেই QR কোড স্ক্যান করার জায়গা খুলে যাবে ও সেখানে ক্লিক করলে ডেস্কটপে WhatsApp Web খুলে যাবে।