বিশ্বের সবথেকে জনপ্রিয় অনলাইন মেসেজিং প্ল্যাটফর্ম হল WhatsApp। পুরো বিশ্ব জুড়ে WhatsApp-এর বহু সংখ্যায় ইউজার রয়েছে। ইউজারদের কথা মাথায় রেখে WhatsApp লঞ্চ করে চলেছে একটার পর একটা নতুন ফিচার। উন্নত ফিচারের সঙ্গে সঙ্গে WhatsApp তাদের ইউজারদের সুরক্ষার জন্যও বিশেষ ফিচার চালু করে চলেছে। এই সবের মধ্যে পোল WhatsApp-এর একটি খুবই গুরুত্বপূর্ণ ফিচার। কিন্তু, বেশিরভাগ মানুষই এই বিষয়ে সচেতন নন। জেনে নেওয়া যাক কীভাবে WhatsApp-এর এই গুরুত্বপূর্ণ ফিচার ব্যবহার করা উচিত।