

করোনায় দুনিয়া জুড়ে নজিরবিহীন পরিস্থিতি। বিশ্বজু়ড়ে আতঙ্ক। হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আর তার সঙ্গে পাল্লা দিয়ে গোটা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৮ হাজারের বেশি ৷ ১৫৯ দেশে ২ লক্ষ ছুঁতে চলেছে করোনা আক্রান্ত। ভারতে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ১৬৮ জন, মৃত ৪। করোনা ভাইরাসকে অতিমারী বলে ঘোষণাও করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO।


করোনা ভাইরাসের সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ছে গুজব ও বিভিন্ন রখম ভুল ধারনা। আর এই ভুয়ো খবরের প্রচার রুখতে এবার উদ্যোগী হল WhatsApp।


WHO, UNICEF, UNDP আর Poynter-এর সঙ্গে হাত মিলিয়ে ‘Coronavirus Information Hub’নামের একটি ওয়েবসাইট তৈরি করেছে WhatsApp।


এখান থেকে আপনি জানতে পারবেন কীভাবে দূরে থেকে কাজের জন্য বা আত্মীয়, প্রিয়জনের সঙ্গে যোগাযোগ রাখবেন। ভুয়ো খবর কিনে না কীভাবে বুঝবেন আর গুজব ছড়াতে বাঁধা দেবেন। এছাড়াও থাকবে এই ভাইরাস সম্পর্কিত সব তথ্য আর লেটেস্ট খবর।


এর জন্য WhatsApp ইন্টারন্যাশনাল ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক (IFCN)-কে ১০ লক্ষ মার্কিন ডলার (ভারতীয় মূদ্রায় প্রায় সাড়ে ৭ কোটি টাকা) দিয়েছে। এর জন্য সারা বিশ্বের ৪৫টি দেশে প্রায় ১০০টি লোকাল অর্গানাইজেশনের কনসোর্টিয়াম গঠন করা হয়েছে।