

তা হলে কি নিরাপত্তাবিধি কোনও ভাবে বার বার ভঙ্গ করা হচ্ছে? ফের Google ইনডেক্সে দেখা মিলল প্রাইভেট হোয়াটসঅ্যাপ (WhatsApp) গ্রুপ চ্যাটের লিঙ্ক। এই লিঙ্ক ইনভিটিশনের সূত্রে যে কেউ নানা ধরনের প্রাইভেট চ্যাট গ্রুপে জয়েন করতে পারবে। খুব একটা কাঠ-খড়ও পোড়াতে হবে না। শুধু সার্চ করতে হবে। আর সহজেই জয়েন করা যাবে গ্রুপগুলি।


এক্ষেত্রে ওয়েব প্ল্যাটফর্মে উপলব্ধ রয়েছে বেশ কয়েকটি প্রাইভেট গ্রুপ। সার্চ করেই সরাসরি ঢোকা যেতে পারে এই প্রাইভেট গ্রুপ চ্যাটের লিঙ্কগুলিতে। ইতিমধ্যেই Google ইনডেক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটের ইনভাইট লিঙ্কের বেশ কয়েকটি স্ক্রিনশট শেয়ার করেছেন সাইবার সিকিওরিটি রিসার্চার রাজশেখর রাজারিয়া (Rajshekhar Rajaharia)। এর জেরে ব্যবহারকারী থেকে শুরু করে সকলের মধ্যেই একটি অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। গোপনীয়ত ভঙ্গের আতঙ্কে ভুগছেন অনেকে।


প্রসঙ্গত, দিন কয়েক আগেই একটি বড়সড় সমস্যায় পড়েছিল হোয়াটসঅ্যাপ। নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে একাধিক প্রশ্নের মুখে দাঁড়িয়েছিল Facebook মালিকানাধীন এই চ্যাট প্ল্যাটফর্ম। এক্ষেত্রে Google ইনডেক্সে ৪০০০-এর বেশি হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেখা গিয়েছিল। এই লিঙ্কগুলির মাধ্যমে প্রাইভেট গ্রুপে জয়েন করার জন্য ইনভিটিশন লিঙ্কও ছিল। এর জেরে যে কারও পক্ষেই একাধিক গ্রুপে জয়েন করার সুবিধা ছিল। যা এক বড়সড় চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। ব্যাপক মাত্রায় তথ্য চুরি ও নিরাপত্তা সংক্রান্ত নীতি লঙ্ঘণের সম্ভাবনাও তৈরি হয়।


ইতিমধ্যেই প্রাইভেসি পলিসিতে একাধিক পরিবর্তন এনেছে হোয়াটসঅ্যাপ। এক্ষেত্রে ৮ ফেব্রুয়ারির পর থেকে এই সোশ্যাল চ্যাটিং অ্যাপের আপডেটেড ভার্সন ব্যবহার করতে গেলে প্রত্যেক ব্যবহারকারীকে একটি 'agree and accept' অপশনে ক্লিক করতে হবে। হোয়াটসঅ্যাপের আপডেটেড পলিসি অনুযায়ী, এই অ্যাপ সংস্থার অন্যান্য প্ল্যাটফর্মগুলির সঙ্গে শেয়ার করা হতে পারে আপনার তথ্য। সংস্থার বার্তা, এর মাধ্যমে সামগ্রিক ভাবে পরিষেবাগুলিকে আরও সহজ ও মজবুত করে তোলা হবে।