

হোয়াটসঅ্যাপ (WhatsApp) ছাড়া বর্তমান প্রজন্মের জীবন যেন অচল। নিত্য নতুন ফিচার নিয়ে এসে আরও জনপ্রিয় হয়ে উঠছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। নতুন বছরের শুরুতেই ফের একবার সামনে এল হোয়াটসঅ্যাপর সুরক্ষার ফাঁক। কয়েক মাস আগেই ভারত-সহ ২০টি দেশের তথ্য চুরি করেছিল ইজরায়েলি সংস্থা। এবার হ্যাকিং করা হচ্ছে শুভেচ্ছা বার্তার মাধ্যমে।


নতুন বছরকে হাতিয়ার বানিয়ে এবার ‘New Year’s Virus’নামে একটি ম্যালওয়ারের সাহায্য নিয়ে আপনার ফোনের সমস্ত গোপন-ব্যক্তিগত তথ্য হ্যাক করা হচ্ছে । হ্যাকারা এর জন্য গ্রাহকদের একটি লিঙ্ক পাঠিয়ে তাতে ক্লিক করতে বলছে।


এই লিঙ্কে ক্লিক করলেই একটি নকল হোয়াটসঅ্যাপ খুলে যাবে আপনার ফিনে যা দেখতে হুবহু আসল হোয়াটসঅ্যাপের মতো। আর নকল হোয়াটসঅ্যাপ খোলার সঙ্গে সঙ্গে আপনার ফোন হ্যাক হয়ে যায়। এতে আপনাকে অনেক বিজ্ঞাপন দেখনও হবে, যাতে লেখা থাকবে সাবস্ক্রাইব করার কথা। আর সাবস্ক্রাইব করার জন্য গ্রাহকদের পার্সোনাল ডিটেল দিতে হবে


রিপোর্ট অনুযায়ী, এই মেসেজগুলি বেশির ভাগ শুভেচ্ছা বার্তা যা আপনি ক্লিক না করলে দেখতে পাবেন না। এই জনপ্রিয় মেসেজিং অ্যাপটি এতোটাই সহজ যে হ্যাকরা এর সাহায্য নিয়ে প্রতারনা করে থাকে।