কত তাপমাত্রায় রাখেন ফ্রিজের রেগুলেটর? একটু উনিশ-বিশ হলেই কিন্তু মারাত্মক ক্ষতি। খারাপ হয়ে যেতে পারে আপনার শখের ফ্রিজ। ফ্রিজ ব্যবহারের সঠিক নিয়ম-কানুন জেনে রাখুন। (Image- Pexel)
2/ 6
অনেকেই বুঝতে পারেন না, ঠিক কত নম্বরে ফ্রিজের রেগুলেটর রাখা উচিত। প্রথমেই যে বিষয়টি বুঝতে হবে, সারা বছর একই সংখ্যায় রাখা যায় না এই রেগুলেটর। ঋতু ভেদে, রেগুলেটরের সংখ্যার অদল-বদল করতে হয়। (UnSplash)
3/ 6
শীতকালে অনেকে মাঝেমধ্যেই ফ্রিজ বন্ধ করে রেখে দেন। এমনটা কক্ষনো করবেন না। তাতে ফ্রিজের আয়ু কমে যায়। তা খারাপও হয়ে যেতে পারে। (UnSplash)
4/ 6
আসলে দীর্ঘক্ষণ ফ্রিজ বন্ধ রাখলে ফ্রিজে থাকা কম্প্রেসর ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে ফের যখন ফ্রিজ চালু করেন, তখন কম্প্রেসরকে অনেক বেশি কাজ করতে হয়। ফলে, তা অনেক তাড়াতাড়ি অনেক বেশি গরম হয়ে যায়। ফলে কম্প্রেসর খারাপ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। (nw18)
5/ 6
তাই অনেক সময়ই শীতকালে দেখা যায়, একবার ফ্রিজ বন্ধ করে দিলে আর চালু করা যাচ্ছে না। (Image- UnSplash)
6/ 6
গরম কালে ফ্রিজের রেগুলেটর ৩ অথবা ৪ নম্বরে রাখুন। এটাই সঠিক তাপমাত্রা। শীত-গ্রীষ্ম দুই ঋতুতেই ফ্রিজ সবসময় চালু রাখবেন, তাহলে ফ্রিজ ভাল থাকবে। রেগুলেটরের মাধ্যমে তাপমাত্রা কম বেশি করতে পারেন।(Image- UnSplash)
Fridge Care Tips: কত নম্বরে রাখেন ফ্রিজের রেগুলেটর? ঘন ঘন বন্ধ করে রাখেন না তো! খারাপ হয়ে যেতে পারে দামী রেফ্রিজিরেটর, সাবধান কিন্তু!
অনেকেই বুঝতে পারেন না, ঠিক কত নম্বরে ফ্রিজের রেগুলেটর রাখা উচিত। প্রথমেই যে বিষয়টি বুঝতে হবে, সারা বছর একই সংখ্যায় রাখা যায় না এই রেগুলেটর। ঋতু ভেদে, রেগুলেটরের সংখ্যার অদল-বদল করতে হয়। (UnSplash)
Fridge Care Tips: কত নম্বরে রাখেন ফ্রিজের রেগুলেটর? ঘন ঘন বন্ধ করে রাখেন না তো! খারাপ হয়ে যেতে পারে দামী রেফ্রিজিরেটর, সাবধান কিন্তু!
আসলে দীর্ঘক্ষণ ফ্রিজ বন্ধ রাখলে ফ্রিজে থাকা কম্প্রেসর ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে ফের যখন ফ্রিজ চালু করেন, তখন কম্প্রেসরকে অনেক বেশি কাজ করতে হয়। ফলে, তা অনেক তাড়াতাড়ি অনেক বেশি গরম হয়ে যায়। ফলে কম্প্রেসর খারাপ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। (nw18)
Fridge Care Tips: কত নম্বরে রাখেন ফ্রিজের রেগুলেটর? ঘন ঘন বন্ধ করে রাখেন না তো! খারাপ হয়ে যেতে পারে দামী রেফ্রিজিরেটর, সাবধান কিন্তু!
গরম কালে ফ্রিজের রেগুলেটর ৩ অথবা ৪ নম্বরে রাখুন। এটাই সঠিক তাপমাত্রা। শীত-গ্রীষ্ম দুই ঋতুতেই ফ্রিজ সবসময় চালু রাখবেন, তাহলে ফ্রিজ ভাল থাকবে। রেগুলেটরের মাধ্যমে তাপমাত্রা কম বেশি করতে পারেন।(Image- UnSplash)