

গ্রাহকদের জন্য খুসির খবর নিয়ে এসেছে Vi (Vodafone Idea)। কোম্পানি নতুন ৩৯৯ টাকার ডিজিটাল এক্সক্লুসিভ প্ল্যান নিয়ে এসেছে। ভোডাফোন আইডিয়া দেশে তারদের অনলাইন প্রিপেইড সিম বিতরণ পরিষেবার পরিধি বাড়াতে এই পদক্ষেপ নিয়েছে। উল্লেখ্য, নতুন প্ল্যানটি কেবলমাত্র সেই গ্রাহকদের জন্য যারা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নতুন সিম অর্ডার করেছেন।


৩৯৯ টাকার এই রিচার্জ হল Vi-এর একটি বিশেষ প্ল্যান। এটি কোম্পানির তরফ থেকে অফার করা দ্বিতীয় ফাস্ট রিচার্জ (FRC) প্ল্যানের থেকে আলাদা। বর্তমানে ভোডাফোন আইডিয়া ৯৭,১৯৭,২৯৭,৪৯৭ আর ৬৯৭ টাকার এফআরসি প্ল্যান অফার করে থাকে।


৩৯৯ টাকার ডিজিটাল এক্সক্লুসিভ রিচার্জ প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ১.৫জিবি করে ডেটা পাবেন। এই প্ল্যানের ভ্যালিডিটি বা মেয়াদ ৫৬ দিনের। মানে গ্রাহকরা মোট ৮৪জিবি ডেটা ব্যবহার করার সুযোগ পাবেন। সেই সঙ্গে গ্রাহকরা পেয়ে যাবেন আনলিমিটেড কলিং -এর সঙ্গে প্রতিদিন ১০০ ক্রয়ে এসএমএস বিনামূল্যে।


কোম্পানির অফলাইন স্টোর থেকে গ্রাহকরা যদি নতুন সিম কিনে থাকেন তাহলে তাঁরা এই প্ল্যানটি রিচাজ করতে পাবেন না। সেই সব গ্রাহকদের কোম্পানির অন্য ৫টি ফাস্ট রিচার্জ অপশনের মধ্যে বেছে নিতে হবে। কোম্পানি জানিয়েছে যে ৩৯৯ টাকার ডিজিটাল এক্সক্লুসিভ রিচার্জ প্ল্যানটি খুব ভাল সাড়া পেয়েছে। গত ৩ দিনে ৩ লক্ষ গ্রাহক এতে আগ্রহ দেখিয়েছেন, বলে জানিয়েছে কোম্পানি।


৩৯৯ টাকার রিচার্জ প্ল্যান ছাড়া কোম্পানি সেই সব গ্রাহকদের ২৭৯ টাকার রিচার্জ অফার করছেন যারা অনলাইনে কানেকশন বুক করছেন। ২৯৭ টাকার রিচার্জে কোম্পানি গ্রাহকদের প্রতিদিন ১.৫জিবি ডেটা দিচ্ছে। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিনের। সেই সঙ্গে গ্রাহকরা পেয়ে জাচ্ছেন আনলিমিটেড কলিং এর সঙ্গে প্রতিদিন ১০০টি করে এসএমএস বিনামূল্যে।